নানা কারণেই আমাদের সংশ্লিষ্ট থানার নম্বর প্রয়োজন হতে পারে। থানার নম্বর প্রয়োজনীয় বিষয় হলেও অনেকেই এ নম্বর সংরক্ষণ করে রাখেন না। এ কাজটিকেই এবার সহজ করে দিয়েছে একটি অ্যাপস। বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তার তৈরি একটি অ্যাপসে বাংলাদেশের সকল থানার পুলিশের নম্বর আছে।
চলার পথে বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসুবিধার সম্মূখীন হয়ে পড়েন অনেকেই। অনেক সময়ই বিপদে প্রয়োজন হয় পুলিশের সহায়তা। বাংলাদেশের নিয়ম অনুযায়ী আইনগতভাবে জনগনের বিপদে সাহায্য করার জন্য রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী।আর পুলিশকে দ্রুত সংবাদ দিতে হলে প্রথম যেটা প্রয়োজন সেটা হলো পুলিশ অফিসারদের মোবাইল নাম্বার। আর সেই প্রয়োজনের কথা বিবেচনা করে বাংলাদেশের সকল পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের সরকারী নম্বর সমূহ নিয়েই তৈরি করা হয়েছে পুলিশ ফোনবুক নামের একটি অ্যাপ।
এ একটি অ্যাপেই পাওয়া যাবে যেসব নম্বর:
- পুলিশ হেডকোয়ার্টার্স
- রেঞ্জ পুলিশ
- মেট্রোপলিটন পুলিশ
- এন্টি টেরোরিজম ইউনিট
- শিল্পাঞ্চল পুলিশ
- হাইওয়ে পুলিশ
- রেলওয়ে পুলিশ
- স্পেশাল ব্রাঞ্চ (এসবি)
- ক্রিমিনাল ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)
- পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)
- নৌ পুলিশ
- ট্যুরিষ্ট পুলিশ
- ব্যাটালিয়ন পুলিশ
- টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট
- পুলিশ ট্রেনিং ইন্সটিটিউট / পিটিসি
- কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ
- র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
স্মার্টফোনের জন্য সারা দেশের সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থেকে শুরু করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পদমর্যাদার এবং বাংলাদেশের সব থানায় নিয়োজিত কর্তব্যরত কর্মকর্তাদের ব্যবহূত সরকারি নম্বর পাওয়া যাবে ‘পুলিশ ফোনবুক’ নামের এই অ্যাপে। অ্যাপে রয়েছে নির্দিষ্ট নম্বর সার্চ করার ব্যবস্থাও।
অ্যাপটি ডাউনলোডের ঠিকানা: পুলিশ ফোনবুক